ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম ও পানিতে ডুবে দেলোয়ার হোসেন দ্বীপ নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলহাজ্ব মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। জরিনা বেগম উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের মৃত আনু ফকিরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় অসাবধানতাবশত ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় গুরুত্বর আহত হন জরিনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ফুটবল খেলা শেষে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দেলোয়ার হোসেন দ্বীপ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯টায় ওই কিশোরের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। নিহত দ্বীপ উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মন্ডলের ছেলে ও নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
সিয়াম রহমান/এমএ