ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জানাজা নামাজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতী করেন পদ্মবিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। এ সময় জানাজা নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হন।
নিহত শিক্ষার্থী সাকিবের বাবা মোশারফ হোসেন বলেন, কারো সন্তান বেপরোয়াভাবে গাড়ি না চালায়, এই জন্য সন্তানদের সতর্ক করে দেবেন। আমার ছেলে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে ক্ষমা করে দেবেন।
মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, আমাদের এই তিন শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং বিদ্যালয়ে রোববারে শোক পালন করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এই তিন শিক্ষার্থী নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন শিক্ষার্থী। আহত দুই জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া পদ্মবিলা মোল্লা পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশিক রহমান, মোশারফ হোসেনের ছেলে শাকিব হাসান ও ছলিম হোসেনের ছেলে ফাহাদ হোসেন। তারা উভয়েই সাঁথিয়া উপজেলা মিয়াপুর হাজী জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।
সিয়াম রহমান/এমএ