শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

ঈশ্বরদীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভয়াল দিনগুলির স্মৃতি চারন করেন পাবনা জেলা সমন্বয়ক ইসরাইল হোসেন শান্ত, ঈশ্বরদীর সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি, আসিফুল ইসলাম জারিফ, সিয়াম হোসেন, তামজিরুল ইসলাম দিহান, আহত সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরা ও আলিফ হাসান।

‎বিশেষ অতিথি হিসেবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা শাখার আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা শাখার (একাংশের) আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম প্রমুখ। 

‎উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন খান, মৎস কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর