শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে এক গ্রামের দুটি পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, প্রতিবারের মত টিসিবির মালামাল দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। পরে কার্ডধারী ছাড়া কয়েকজন এসে টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসীর মধ‍্যে সংঘর্ষ বাধে।

‎মুজাম বিশ্বাস নামের একজন জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের এ ঘটনার পর মেম্বারের লোক দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

‎ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর