সোমবার, আগস্ট ১৮, ২০২৫
spot_img

নবাবগঞ্জে মুজিবনগর দিবস পালিত

মোঃ আবদূর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ১৭ই এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমির উপর ভিত্তি করে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, তদন্ত পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জিয়াউর রহমান মানিক, ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেন, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়া, দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ নিহার তাসনিম নিহা প্রমুখ।

আলোচনা শেষে নবাবগঞ্জ মডেল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল লতিফ সকলের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করেন।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর