দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জরায়ুরমুখ ক্যানসার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ অক্টোবর ১০ দিন স্কুল পর্যায়ে ৬ষ্ট থেকে ৯ম শ্রেণি শিক্ষার্থীদের ও পরবর্তী ৮ দিন ব্যাপি কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে এ টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১৪ হাজার টিকা দেয়ার লক্ষ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়াও বাদপড়া শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিকা নিতে পারবে বলে সভায় জানানো হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ওয়াদুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মাসুমা আক্তার, উপস্থিত ছিলেন।
মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর