রবিবার, এপ্রিল ২০, ২০২৫
spot_img

দিনাজপুরের নবাবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জের সরকারি পাইলট স্কুল মাঠে মঙ্গলবার (৮ অক্টোবর ) সকালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, এ সময় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ (ডাবলু), নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ, আনিসুর রহমান এবং স্কুল, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর প্রধান ও ক্রীড়া শিক্ষক সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

মোঃ আবদুর রাজ্জাক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর