রবিবার, মার্চ ১৬, ২০২৫
spot_img

রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে উত্তাল পাকুন্দিয়া

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পাকুন্দিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে দুই রকম বক্তব্য দেওয়ায় রাষ্ট্রপতিকে এ পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ০৭ টায় পাকুন্দিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল সহ যুবদল, ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী।

এ সময় ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ‘স্বৈরাচারের পদত্যাগপত্র নিয়ে দুই রকম বক্তব্য দেওয়ায় তিনি তার মর্যাদা হারিয়েছেন। এরকম মিথ্যাবাদী ব্যক্তি তার রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং যে সম্মানটুকু হারিয়েছেন বাকি সম্মানটুকু রক্ষা করে স্বেচ্ছায় যেন পদত্যাগপত্র জমা দেন। অন্যথায় আবু সাঈদের বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবো।’

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুল হক বলেন, ‘স্বৈরাচারের দোসর চুপ্পু অনতিবিলম্বে পদত্যাগ না করলে স্বৈরাচারকে যেভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। একইভাবে স্বৈরাচারের দোসর চুপ্পুকে প্রতিহত করা হবে।’

মাসুম আহমেদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর