দিনাজপুর প্রতিনিধি: সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ।
আজ ২৭ শে অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল কাইয়ুম আবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুল (সাঃ) এর আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শের মধ্যেই মানবজাতির কল্যাণ এবং শান্তি নিহত রয়েছে। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে রাসুল (সাঃ) এর আদর্শের বিকল্প নেই। ছাত্রশিবিরের কর্মীদেরকে রাসূল (সাঃ) সীরাত পাঠের মধ্য দিয়ে রাসূল সাঃ এর আদর্শকে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আমরা আমাদেরকে একজন সোনার মানুষে পরিণত করতে পারবো।
এছাড়াও সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম আবীর বলেন, আজকের এই সীরাত পাঠ প্রতিযোগিতা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহা-মানবের জীবনকে কেন্দ্র করে। যিনি ছিলেন পিতা হিসেবে একজন মহান পিতা,যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে সর্বোত্তম সেনাপতি, রাষ্ট্র পরিচালনায় একজন মহান রাষ্ট্রনায়ক। আমরা আমাদের এ সমাজকে এই রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে চাইলে রাসূল (সাঃ) এর আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে। তবেই ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।। ইনশাআল্লাহ
জেলা সেক্রেটারি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারী ওবাইদুল ইসলাম, দিনাজপুর জেলা দক্ষিণের অফিস সম্পাদক বোরহানুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ প্রমুখ।
তাজকিরাতুল হক তানভীর/এমএ