পঞ্চগড় প্রতিনিধি: ২৮ শে অক্টোবর পল্টন হত্যা দিবস উপলক্ষে পঞ্চগড় জেলার বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ(২৭ অক্টোবর) রবিবার দুপুর ৩ টায় বোদা বাজার ধানহাটিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।এসময় সভাপতি করেন বোদা উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুল বাসেত।
এ সময় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আশরাফুল আলম।তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও শহীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,আইনজীবী ও সমাজ সেবক ব্যরিষ্টার মাহমুদ আল-মামুন (হিমু),উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ সফিউল্লাহ সুফি।এসময় আরো উপস্থিত ছিলেন-বোদা উপজেলা সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,সহ-সেক্রেটারী মাওলানা জাহিদুর রহমান প্রমুখ্য।
এসময় উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা বক্তব্য রাখেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যমে আলোচনা ও দোয়া মাহফিল শেষ হয়।
মোঃ ওয়াহেদুল করিম/এমএ