বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

রাজীবপুর বাজার থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের ৫টি গোডাউন থেকে চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ।

এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান এবং ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান মন্ডল। সরকারি সিল যুক্ত পাটের ও প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করলেও, এই দুই কর্মকর্তার কেউ চালের পরিমাণ নির্ধারণ করতে পারেনি।

পরে ইউপি সচিব আতাউর রহমান মণ্ডল, ট্যাগ অফিসার আবুল হোসেন ও মোহনগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম স্বাক্ষরিত তালিকা করে জব্দকৃত ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে স্থানান্তর করা হয় এবং দুটি দোকানঘরে ১৫৭ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর