বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গণ মিছিল করেন উপজেলার সাধারণ শিক্ষার্থী ও জনগণ।

আজ শুক্রবার (২ আগস্ট) বাদ জুম্মা সরকার পাড়া জামেমসজিদ থেকে গণ মিছিল নিয়ে চিলমারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এলএসডি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান পারভেজ বক্তব্য দেওয়ার সময় কয়েকটি হোন্ডা যোগে এসে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ, বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন হামলাকারীরা। হামলার সময় সেখানে পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

এই হামলায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। এখন পর্যন্ত আহতদের সঠিক হিসাব পাওয়া না গেলেও অজ্ঞাত একজনের মাথা ফেটেছে বলে জানা গেছে।

আল মোবারক হাসান নাহিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর