কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে গণঅধিকার পরিষদ এর ইউনিয়ন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় থানাহাট ইউনিয়নের মাচাবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাচাবান্দা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য আবুল খালেকের সভাপতিত্বে ও চিলমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব আল মোবারক হাসান নাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন, চিলমারী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সদস্য সচিব হযরত আলী আঙ্গুর, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিয়াদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম আনোয়ার বলেন, গণঅধিকার পরিষদ কোনো সংঘাতময় রাজনীতি চায় না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই ৩টি দলকে দেখলেন, তাদের শাসনামল সম্পর্কে জানেন। সবগুলোই একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এই জায়গা থেকে এবার সবার চাওয়া কোনো নতুন মুখের। আর সেই নতুন মুখটিই হবে গণঅধিকার পরিষদ।
বিশেষ অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। গত প্রায় একমাস আগে যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন হলো এই কোটা সংস্কার আন্দোলনের মূল বিজ বপন করেছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুর। তখন আমাদের দল ছিলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর ধীরে ধীরে ২০২১ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশের রাজনীতির গুণগত মান পরিবর্তনে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার স্লোগান গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ মূলমন্ত্র হাতে নিয়ে গণঅধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠন হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে গণঅধিকার পরিষদ গণ মানুষের মুক্তি ও কল্যাণে কাজ করছে।’
মোবারক হাসান নাহিদ/এস আই আর