কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে নেমে আসা পানিতে গত কয়েকদিন ধরে জেলার ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানির বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি বৃদ্ধি পেলেও, তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে চর ও নিম্ন অঞ্চলে বন্যা সৃষ্টি করেছে। এতে দুর্ভোগে পড়েছিলো জেলার উলিপুর, চিলমারী ও রাজারহাটের মানুষ।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে কিছুটা পানি কমায় মানুষের মনে সস্তি ফিরলেও সৃষ্টি হয়েছে তিব্র নদী ভাঙ্গন।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার তথ্য মতে, জেলার তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি কমে বিপদসীমার ২৯.৫ সেঃমিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর তালুক শিমুল বাড়ি পয়েন্টে বিপদসীমার ২৯.৮৭ সেঃ মিঃ ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২০.৯৮ ও দুধকুমার নদে নুন খাওয়া পয়েন্টে ২৩.৭৫ সেঃ মিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সবগুলোর নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সৃষ্টি হয়েছে তীব্র নদী ভাঙ্গন। এতে জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
মোবারক হাসান নাহিদ/এস আই আর