নীলফামারী প্রতিনিধি: গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির উদ্যোগে গুড নেইবারস এর অফিস হলরুমে ৩৬ জন আইডি শিশুর, কলেজ ভর্তি ফি ও ১২ জন শিশুর মাসিক টিউশন ফি প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সমবায় অফিসার মনজুরুল মোর্শেদ। “তিনি বলেন গুড নেইবারস এর এমন উদ্যোগ শিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে” এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির ম্যানেজার বিভর দেওয়ান। “তিনি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়মিত কলেজে যাবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন”
সেলিম রেজা/এমএ