বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরিফের পাশে সৈয়দপুর ছাত্রদল

নীলফামারী প্রতিনিধি: গত ৪ আগষ্ট নীলফামারীর সৈয়দপুরে ১ দফা দাবি আদায়ে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে ১০ শ্রেণীর ছাত্র আরিফ শাহ কবি আহত হয়।

তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে আজ রংপুর সিএমএইচ হাসপাতালে যায় সৈয়দপুর জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ খান রুবেল এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ সহ কয়েকজন নেতাকর্মী। আহত আরিফ শাহ আজ ৫৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া আরিফ শাহ অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলোয়াড়,ক্রিকেট খেলার কথা থাকলেও তার সেই স্বপ্ন এখন শুধুই স্বপ্ন।

এসময় সৈয়দপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদের সাথে কথা বলে জানা যায় তারা দলীয় সিদ্ধান্তে আহত শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখছেন। এবং তিনি আরও বলেন বর্তমান অন্তবর্তী সরকারের যে ছাত্রজনতা আন্দোলনে আহতদের চিকিৎসার এবং পুনর্বাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তিনি আরও জানান যে ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবে।

সেলিম রেজা/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর