নীলফামারী প্রতিনিধি: শরীর ও মন সুস্থ রাখতে ভিটামিন জাতীয় খাবারের গুরুত্বপূর্ণ অপরিসীম। এছাড়া খাবারের আগে পরে হাত ভালো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বিষয়টি গুরুত্ব দিয়ে হ্যান্ড ওয়াশিং ক্যাম্পিং শুরু করেন হরিশ্চন্দ্র পাঠ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেরম্বো চন্দ্র রায়।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় ইউএসডিও কতৃক আয়োজিত নীলফামারীর জলঢাকায় হরিশ্চন্দ্র পাঠ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও সিনিয়র সহকারী শিক্ষক জুয়েল, গোকুল চন্দ্র রায়, আবুল হোসেন, রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আরজিনা খাতুন ফিল্ড অফিসার, ইউএসডিও, মো:আলআমিন টেকনিক্যাল অফিসার আই এসপি প্রোজেক্ট, ইউ এস ডিও।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে হাত ধোয়ার বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।
তাছাড়া ছাত্রছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ কারী ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা পুরষ্কার তুলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ক্যাম্পিংয়ের সদস্যবৃন্দ।
/এমএ