ঠাকুরগাঁও প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই ) সকাল ১০টায় ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠাকি উদ্বোধন করেন, অনিল কুমার সেন চেয়ারম্যান,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ ।
প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি বলেন, লেখা পড়ার পাশা পাশি খেলা-ধূলার কোন বিকল্প নেই। খেলা-ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে সর্বস্তরে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
জননেত্রী শেখ হাসিনা সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নুর ইসলাম নুরু, সাধারণ সম্পাদক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক,গোলাস রব্বানী,শহিদুল ইসলাম,আমজাদ হোসেন, বিপ্লব কুমার সেন, মোছাঃ রাখো সুলতানা, অর্জুন চন্দ্র রায় ,দেলোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন নিরঞ্জন রায়, সহকারি মাহিন ইসলাম উৎস সেন।
ছয়টি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়নের দুই দিনে ১২টি খেলা অনুষ্ঠিত হবে।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর