ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের আব্দুল বাসেদ এর ছেলে সাজু ইসলাম (২৩), অন্য জন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফেরদৌস ইসলাম (২২)।
গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে এস আই জাকিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকার বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পাশে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজাসহ সাজু ইসলাম ও ফেরদৌস ইসলাম কে আটক করে। এই ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, সাজু ইসলাম (২৩) ও ফেরদৌস ইসলাম (২২) ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের কে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর