ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ১৩ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪ টায় রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত ঐক্য সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুহিয়া থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (রবিবার) বিকেল ৪ টায় রুহিয়া থানা বিএনপির অফিসে রুহিয়া থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো: মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনছারুল হক, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চৌধুরী মো: মহেবুল্লাহ আবনূর সভাপতি, ঠাকুরগাঁও জেলা যুবদল, রুহিয়া থানা বিএনপির সহ সভাপতি মো: আব্দুল জব্বার, আরো উপস্থিত ছিলেন থানা, ইউনিয়ন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল মহিলা দলের নেতৃবৃন্দ।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর