ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ (আগষ্ট) মঙ্গলবার বেলা ৩টার দিকে সদর উপজেলার রুহিয়ায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি রুহিয়ার বিএনপির প্রধান কার্যলয় থেকে শুরু করে রুহিয়ার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে রুহিয়া বিএনপির প্রধান কার্যলয় শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়৷
উক্ত অনুষ্ঠানে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে ও থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহেরুল ইসলাম দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল সভাপতি রুহিয়া থানা বিএনপি, সরকার মো: নুরজ্জামান নুরু সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল,ঠাকুরগাঁও, আবদুল জব্বার স্থানীয় সরকার বিষয় সম্পাদক, জেলা বিএনপি, আব্দুল মালেক মানিক সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি, ঠাকুরগাঁও, মকবুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, ঠাকুরগাঁও, সিদ্দিকুর রহমান, রুহিয়া থানা বিএনপি ঠাকুরগাঁও।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম রিপন, স্থানীয় সরকার বিষয় সম্পাদক, রুহিয়া থানা বিএনপি ঠাকুরগাঁও, আমিনুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল বিষয় সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও, রাশেদ আলম বাবু, ছাত্র বিষয় সম্পাদক, জেলা বিএনপি ঠাকুরগাঁও, কাজী মো:আজমগীর সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি ঠাকুরগাঁও, জিয়াউর রহমান জিয়া স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক রুহিয়া থানা বিএনপি, দেলোয়ার হোসেন দেলু আহবায়ক রুহিয়া থানা ছাত্রদল ঠাকুরগাঁও, দেলু খান যোগাযোগ বিষয় সম্পাদক রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও, আহসান হাবীব রায়হান, সাবেক সাধারণ সম্পাদক কলেজ শাখা, রুহিয়া থানা, ঠাকুরগাঁও, রুবেল রানা, সাংগঠনিক সম্পাদক সেচ্ছাসেবক দল রুহিয়া ইউনিয়ন শাখা সহ প্রমুখ।
মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর