বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়রকে জেল-হাজতে প্রেরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আন্জুমান আরা বন্যা (৫০) কে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুর ২ টায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আদালতে হাজির করা হয়।এ সময় পৌরসভার সাধারণ ভোটাররা তাকে ডিম নিক্ষেপ করে এবং  ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে দাড়িয়ে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ সরকার আগামী রোববার শুনানীর জন্য দিন ধার্য করে তাকে জেল হাজিতে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে বুধবার দিবাগত রাতে পন্চগড় জেলার বোদা থানা হতে  সাবেক মেয়র আন্জুমান আরা বন্যাকে  আটক করে আইন শৃংখলা বাহিনী।রাতেই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে বোদা হতে সদর থানা্য় নিয়ে আসে এবং রাতেই তাকে সহ ৭৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরো্ ১৫০ হতে ২শ জনকে  আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়।এই মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন,সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়াল,উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার,ইউপি চেয়ারম্যান বনি আমিন,সোহাগ সহ ৭৭ জনকে আসামী করা হয়।

মামলার বাদী সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের বৃহস্পতিবার ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে স্বেচ্ছাসেবকদলের নেতা রাজুকে হত্যার অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

ঠাকুরগাঁও সদর  উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মামলাটি  দায়ের করেন। মেয়র আন্জুমান আরা বন্যা ওই মামলার ৩৭ নং আসামী।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন যে তার ছেলে রাকিবুল হাসান রকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কারী হিসেবে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে আসছিল।গত ইং ৫ আগষ্ট ঠাকুরগাঁও রোড ষ্টেশন এলাকায় বালিয়াডাঙ্গী পীরগন্জ তিন রাস্তার মোড়ে জমায়েত হতে থাকে।ওইদিন বিকেল ৫ টার দিকে রকি তার বন্ধু আল মামুন.শাওন পারভেজ এবং  আবু রায়হানকে একরামুদৌল্লা সাহেব কমিশনার কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাদের ঘরের ভেতর আটক করে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।এতে তারা সকলে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যায়।পরবর্তীতে তারা ঢাকা শেক হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এ ঘটনায় রকির পিতা বাদী হয়ে বুধবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় উক্ত মামলা দায়ের করে।মামলা নং -১৮,তাং ২১/০৮/২০২৪ ধারা- ১৪৭/৩৪২/৪৩৫/৩০২/৫০৬/১১৪/৩৪ দ:বি:।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন,আগুনে পুড়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে এবং মামলার ৩৭নং আসামী সাবেক পৌর মেয়র আন্জুমান আরা বন্যাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর