ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন, রুহিয়া ইউনিয়নের মধুপুর (ডাঙ্গাপাড়া) গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ২১ শতাংশ জমির ফলন্ত লাউ গাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
জমির মালিক রুবেল ইসলামের দাবি, এতে কমপক্ষে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি রুহিয়া থানায় একটি অভিযোগ করেন।
কৃষক রুবেল আরও জানান, এ বছরই তিনি ওই জমিতে লাউ গাছগুলো লাগিয়েছেন; যা ফলন্ত অবস্থায় আছে। তিনি শুধু এক বার লাউ বিক্রি করছিলেন; আরো দু-তিন মাস মাস বিক্রি করতে পারতেন। কিন্তু শত্রুতাবশত কে বা কারা রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে।
এই সময় তিনি আরো বলেন, ২৩ অক্টোবর বুধবার বিকেলে যখন আমার লাউ ক্ষেতের জমির সামনে বাশের ব্যারা দেই তখন একই এলাকার পারভেজ আলী (৩২), শিরিন বেগম (২৫), মোস্তফা আলী সহ বেশ কয়েক জন আমাকে বাশের ব্যারা দিতে বাধা দেয় ও প্রকাশ্যে লাউ গাছ কাটার হুমকি দেয়। আর ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উঠে দেখি যে আমার প্রায় সমস্ত লাউ গাছের গোড়া কাটা। আর তারই আমার এই ক্ষতি সাধনটা করেছে। আমি এর বিচার চাই।
এই বিষয়ে স্থানীয় লোকজন বলেন, রুবেল ইসলাম অনেক কষ্ট করে এই লাউ চাষ করছে আর এই লাউয়ের ফলন ও অনেক ভালো হয়েছিলো। কিন্তু কে বা কাহারা এই কাজ গুলো করছে তা আমরা জানি না তবে যেই করুক একটি জমির ফসল নষ্ট করা ভালো কাজ করেনি। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি আমরা ।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে চাননি।
এ বিষয়ে ঠাকুরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, কৃষক রুবেল ইসলামের জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। তা আপনার মাধ্যমে জানলাম। তবে যেই করুক কাজটি অত্যন্ত নিন্দনীয়। আমি স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলতেছি। তবে লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান শহিদ বলেন, ২১ শতাংশ জমির ফলন্ত লাউ গাছ কেটে দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোস্তাফিজুর রহমান আকাশ/এমএ