বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
spot_img

শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধে নি’হ’ত-১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত ও দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ই জুলাই) সকালে সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাওঁ গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাওঁ গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য শালিসে সমাধান না হলে আদালতে গড়ায় মামলা। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। আহতবস্থায় তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। এবং হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় উন্নত চিকিৎসায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

তিমির বনিক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর