হাসান আহমেদ, নারায়ণগঞ্জ: “তোমার প্রতি আহবান” বইটির লেখক শরিফুল ইসলাম রিয়াদ বলেন আমার লেখার হাত খুব কাঁচা। তবুও তরুণদের প্রতি, সমাজের প্রতি ও ইসলামের প্রতি দায়িত্ববোধ থেকে কলম ধরেছি। তরুণদেরকে তাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং উম্মাহের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ করতে- আমার এই ক্ষুদ্র প্রচেষ্ট।
খুবই অস্ফুট, অসম্পূর্ণ ও অযোগ্যভাবে আমি এই ছোট্ট বইটির মাধ্যমে তরুণদের জন্য কিছু কথা তুলে ধরেছি! আশা করি অচিরেই আমার চেয়ে উন্নত মেধা ও মননসমৃদ্ধ কেউ জ্ঞান ও অন্তর্দৃষ্টি দিয়ে এ সব বিষয়ে আরও ব্যাপকভাবে কলম ধরবে।
এই বইয়ের প্রতিটি হরফে মিশে আছে আমার ভেতরে থাকা ব্যথা-বেদনা, হাহাকার-আফসোস, দহন-আগুন, প্রত্যাশ-চাওয়া এবং প্রত্যয় আর প্রার্থনা। প্রত্যাশা করছি বইটি আপনাকে, আপনার বন্ধুকে, আপনার ছোট ভাইকে ও আমাদের আগামীর প্রজন্মকে জীবন সম্পর্কে নতুনকরে ভাবতে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ।