বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
spot_img

ইব্রাহিম রাইসি নিহত হওয়ার সঙ্গে আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার সঙ্গে ইসরায়েল জড়িত নয়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা জড়িত নই’।

রবিবার রাতে প্রেসিডেন্ট রাইসিসহ ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটতে থাকে, এই ঘটনার সঙ্গে মোসাদ জড়িত। এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েলের ওই কর্মকর্তা এমন দাবি করেন।

রবিবার (১৯ মে) ইরানের সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রীসহ প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টারে করে শহরে ফিরছিলেন। পথিমধ্যে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। সোমবার সকালে দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ সবার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর