বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

ইন্ডিয়া জোট এগিয়ে যাওয়ায় বিজেপি কার্যালয়ে ‘বিষণ্নতার ছায়া’

লোকসভা নির্বাচনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে বলে ধারণা ছিল ক্ষমতাসীন বিজেপির। কিন্তু ভোট গণনা শুরু হতেই পাল্টে গেছে চিত্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আর এতেই ‘বিষণ্নতায় ছেয়ে গেছে’ বিজেপির সদর দফতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের জয় ২০০ আসন ছাড়াতেই বিজেপির সদর দফতরে এক ধরনের বিষণ্নতা দেখা গেছে। 

যদিও বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পরবর্তী সরকার গঠনে করবে বলে আত্মবিশ্বাসী বিজেপির নেতারা।

কিন্তু ভোট গণনা শুরুর পর থেকে বিরোধী জোটের চমক দেখে হতবাক হয়ে যান ক্ষমতাসীনরাও।

বিজেপির মুখপাত্র অবশ্য বলেছেন, ভোট গণনা শেষ হওয়ার আগে কে জিতবে তা বলা ঠিক হবে না। তবে বিষয়গুলো দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

দুপুর ১২টার দিকে ইন্ডিয়া টুডের দেয়া সবশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে আছে ২২৮ আসনে। বাকি ১৯ আসনে অন্য দলগুলো এগিয়ে আছে।

উল্লেখ্য, ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। 

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর