শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

বিএনপি অফিসে হামলার মামলায় শাহজাহান ওমর কারাগারে

থানায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আফরোজা বিনতে শহীদের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন না করা হলে স্বল্প সময়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত কম্পাউন্ডে শাহজাহান ওমরকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ বাড়তি নিরাপত্তা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে রাজাপুর থানায় গ্রেপ্তার দেখায় সাবেক এই সংসদ সদস্যকে।

মূলত, বুধবার রাতে শাহজাহান ওমরের রাজাপুরের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। খবর পেয়ে সকালে তিনি রাজাপুরে যান। পথিমধ্যে পিংড়ি এলাকায় তার ব্যক্তিগত গাড়িতে হামলা-ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এ সময়ে তাকেও লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় অভিযোগ দিতে রাজাপুর থানায় গেলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর থানায় আসায় বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। পুলিশ তাদের সরিয়ে দেয় এবং কাঁঠালিয়া থানার একটি মামলার প্রধান আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর