চট্টগ্রাম প্রতিনিধি: বন্যা দুর্গত এলাকায় প্রসূতি ও মুমূর্ষু রোগীদের ফ্রি এম্বুলেন্স সেবা দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ডা. শাহাদাত হোসেন। তাছাড়াও সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যোগাযোগের হট লাইন নম্বর চালু করেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে নগরের পাঁচলাইশ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে এ ফ্রি এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন তিনি। ফ্রি এম্বুলেন্স সার্ভিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি ও নাজিরহাটসহ জেলার বন্যা কবলিত এলাকার মানুষ অসহায় জীবন যাপন করছে।
ডা. শাহাদাত বলেন বন্যা দুর্গত এলাকায় পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। এই এলাকার মানুষ সুপেয় পানি, সুষম খাদ্য ও চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। অনেক প্রসূতি ও মুমূর্ষু রোগী আছেন যারা বন্যার কারণে এম্বুলেন্স সার্ভিস পাচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকার প্রসূতি ও মুমূর্ষু রোগীরা যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, তার কারণে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। আশা করি, বন্যাদুর্গত এলাকায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস প্রসূতি ও মুমূর্ষু রোগীর সেবায় ভূমিকা রাখবে। বন্যার কারণে গত ৪ থেকে ৫ দিন ধরে তাদের সীমাহীন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরো বলেন গত ১৬টি বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জেল জুলুম নির্যাতন মামলা হামলা উপেক্ষা করে জনগণের ভোটার অধিকার ও গণতন্ত্র মুক্তির সংগ্রামে রাজপথে থেকে জনগণের কল্যাণে বিএনপি জনগণের পাশে ছিল। বিএনপি জনগণের দল, তাই সবসময় দেশের যে কোন দুর্যোগে জনগণের পাশে থাকে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই স্বাধীনতা যেন কেউ ধংস করতে না পারে। স্বৈরাচারের দোসরা নানা ইস্যু, নানা দাবি তুলে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামছে। তাদের কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোসরমুক্ত করতে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে।
চট্টগ্রাম জেলার বন্যা দুর্গত এলাকার প্রসূতি ও মুমূর্ষ রোগীর সেবায় ফ্রি এম্বুলেন্স সার্ভিসের জন্য যোগাযোগের হট লাইন নম্বর গুলো হলো-আরিফ ০১৮১৯-০৯৬৮৬৮, ইউসুফ-০১৮১৯-৮৮২২৪৩ ও মো. হাসান-০১৮৩৩-৫০২৮৫৫।
মো. ইউসুফের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, এম্বুলেন্স মালিক সমিতির নেতা আনোয়ারুল ইসলাম টিপু, লিটন বৈদ্য, বাদশা, সুজন, হাসান, আকবর খান টিটু, মিলন প্রমুখ।
মোহাম্মদ ইউসুফ/এস আই আর