শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ

দেশের সীমান্তে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির সদর দফতর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়।

গত ২৫ নভেম্বর বাংলাদেশের সাবেক ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত সরকার। দেশটিতে ক্ষমতাসীন বিজেপির নেতারাও চিন্ময়ের মুক্তি দাবি করছেন।

এমন পরিস্থিতিতে গত ২ ডিসেম্বর চিন্ময়ের মুক্তি দাবিতে ভারতের বাংলাদেশ লাগোয়া ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলায় এক সমাবেশ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের প্রতিনিধিদল সেদিন সহকারি হাই কমিশন ঢুকে ভাঙচুর চালায় ও বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে।

এসব ঘটনার পরই দেশের সীমান্ত নিয়ে এমন বার্তা দিলো বিজিবি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর