রবিবার, মে ১২, ২০২৪
spot_img

জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি দিলেন স্পিকার

নানান জল্পনা-কল্পনার পরে অবশেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রথমবারের মতো বিরোধী দলের নেতার আসনে বসতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। 

আজ শনিবার সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্পিকার বিরোধী দলের নেতা হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এ তথ্য আজকের পত্রিকাকে জানান সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম। 

এছাড়া, বিরোধীদলের উপনেতা হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

জাতীয় সংসদের স্পিকারের আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি’র ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা। ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর