ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের (২৮ তম ব্যাচ) স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন। এতে অতিথিদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগীয় ২০৪ নং কক্ষে এটি সম্পন্ন হয়। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফা ইসলাম ভাবনা এবং শাপলা বিশ্বাস অনুষ্ঠানটির সঞ্চলনা করেন।
এসময় বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো: জুলফিকার হোসেন, অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন এবং অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকরা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় প্রধান অতিথি অধ্যাপক মতিনুর রহমান বলেন, বড় আমলা হলাম, সরকারি চাকরি করলাম, ঘরবাড়ি তৈরি করলাম, ধন সম্পদ অর্জন করলাম সেটা সাফল্য মনে করি না, বরং মানুষ হিসেবে আমি কতটা স্বচ্ছ, জবাবদিহি ও নৈতিক ভাবে নিজেকে প্রস্তুত করাটাই সাফল্য। সর্ব প্রথম আগে মানুষ হই। বাকি অর্জনগুলো অপশনাল।
রবিউল আলম