বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

ঝিনাইদহে প্রয়াত ইবি অধ্যাপক ড. ইকবালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি: সম্প্রতি ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমানো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড.আ.ন.ম ইকবাল হোসাইনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) ঝিনাইদহে অবস্থিত ইবি ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এর আয়োজন করে। এসময় অধ্যাপক ড. ইকবাল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, কর্মজীবনের স্মৃতিচারণ ও পরকালের শান্তির জন্য দোয়া কামনা করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, চারুকলা বিভাগের সভাপতি ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: অলী উল্যাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো মেহেদী হাসান প্রমুখ।

ইবি শিক্ষক সমিতির সদস্য ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাজেদুল হক নয়নের সার্বিক তত্বাবধানে এতে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মো: আকবর হোসাইন।

প্রসঙ্গত, গত শনিবার (০৪ মে) রাত আড়াইটার দিকে ঢাকার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. ইকবাল হোসাইন ১৯৭৩ সালের পহেলা মার্চ ভোলার জেলার চরফ্যাশন এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের (১৯৯১-৯২ সেশন) ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি একই বিভাগে ২০০২ সালের ৩১ ডিসেম্বর প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৫ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি ২০২৩ সালের ১৯ নভেম্বর বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ব্রেইন ক্যানসার-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় ২০২৪ সালের ১৯ এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর