সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

নজরুল জয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলমের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হবে আগামী ২৪ মে। এবছর নজরুল জয়ন্তী বাংলাদেশসহ আন্তর্জাতিকভবে উদযাপিত হবে মার্কিন যুক্ত্রাষ্ট্রে। এ উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এবছর নজরুল বিশ্ববিদ্যালয়সহ স্থানীয়ভাবে নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি এবারই প্রথম জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হতে যাচ্ছে। আগামী ২৪ থেকে ২৭ মে পর্যন্ত চার দিনব্যাপী নজরুল জয়ন্তী ও নজরুল বইমেলা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক পৃষ্ঠপোষকতায় চার দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিদিনই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি, যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং আমরা সেখানে উপস্থিত থেকে আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম, অবস্থা – অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, যতটুকু কাজ করেছি তার পরিচয়ের মধ্য দিয়ে কী করে নজরুলকে আরও বিস্তৃত করতে পারি, সেটি আমরা তুলে ধরবো। এতে নজরুল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আঙিনায় আরেকবার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর