জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ের রূপ দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সামনে দিকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাদা দলের কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. রফিকুল ইসলামের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সহকর্মীদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মোঃ নাহিদ ইসলাম সম্রাট/এস আই আর