সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

জবিতে জিনোম এডিটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এর যৌথ আয়োজনে জিনোম এডিটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ মে)বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জিনোম এডিটিং বিষয়ক সেমিনার আয়োজিত হয়।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।

উপাচার্য বলেন, “একজন বিজ্ঞানী স্বার্থক হবেন তখনই যখন তার গবেষণার ফলাফল সকলের কাছে সহজেই বোধগম্য হয় । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিনোম এডিটিং বিষয়ে গবেষণায় বিজ্ঞানীদের উৎসাহিত করে যাচ্ছেন। কারন জিনোম এডিটিং আমাদের কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।”

সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ নাহিদ ইসলাম সম্রাট/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর