বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

ইবিতে ২য় পর্যায়ে গুচ্ছভুক্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের গুচ্ছভুক্ত অধীন শিক্ষার্থীদের ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ‘বি’ ও ‘সি’ ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ে ২৬ জুন (বুধবার) দুপুর ১২ ঘটিকা হতে ২৮ জুন (শুক্রবার) সকাল ১০ ঘটিকার মধ্যে অনলাইনে ৫০০০ হাজার টাকা জামাদানের মাধ্যমে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২৭ জুন ২০২৪ হতে ২৮ জুন ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা হতে বিকাল ০৩ ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিঃ জমার রসিদ প্রদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মূল নথির জন্য জমা দেওয়া রসিদ (আবেদনের কপি) সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে এসএসসি/সমমানের ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র সহ জিএসটি রোল, স্পষ্ট নিজের নাম একটি খামে লিখে জমাদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর