রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
spot_img

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সমাবেশ, রেললাইন অবরোধের ঘোষণা

রাবি প্রতিনিধি: পথনাটক, গান, কবিতা আবৃত্তির মধ্যে সরকারি চাকরিতে কোটার সংস্কার দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৭জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

আগামীকাল সোমবার বেলা ১১ টায় রাজশাহীর রেলপথ অবরোধ ও বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থী

কর্মসূচি ঘোষণার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়য়ক আমান উল্লাহ খান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে হতাশ হওয়ার কিছু নেই। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন করার জন্য হলেও শিক্ষার্থীরা রাজপথে থাকবে। নির্বাহী বিভাগের কাছে বলতে চাই এমন একটি পরিপত্র জারি করুন যাতে প্রাধানমন্ত্রীর সম্মান রক্ষা পায়, নির্বাহী বিভাগের সম্মান রক্ষা পায়।

আন্দোলনের আরেক সমন্বয়ক সমাজকর্ম বিভাগের মেহেদী হাসান সজিব বলেন, আমাদের চারটি দাবি উপস্থাপন করা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকাল প্যারিস রোড থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে ঢাকা-রাজশাহী রেললাইন শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করব

প্রসঙ্গত, শিক্ষার্থীদের চার দফা দাবী হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা; পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত); সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধা ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর