বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

কুবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা, আহত ২০

কুবি প্রতিনিধি: ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সরব কুবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলায় দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল তিনটার দিকে চতুর্থদিনের মতো কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষর্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের উদ্দেশ্যে বের হলে ক্যাম্পাস সংলগ্ন আসনার ক্যাম্পের সামনে এই হামলার ঘটনা ঘটে।

ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে আনসার ক্যাম্পের সামনে গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হন। পুলিশি বাঁধা অতিক্রম করার এক পর্যায়ে বাগবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের দমাতে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুঁড়ে। এতে দুই সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন- আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন মজুমদার এবং চ্যানেল আই এর কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী। এছাড়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দীন, আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী এমরান হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাওছার, তৌহিদুল ইসলাম জিসান, ইমরান হোসেনসহ কমপক্ষে ২০ জন আহত হন।

সাংবাদিকরা প্রতিবাদ জানালে, ”পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলে ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিক মনে করি না।’:

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি নিশ্চিত নই কত জন আহত। আমিও শিক্ষার্থীদের সঙ্গেই আছি। তবে তিনজনকে দেখেছি হাসপাতালে নিতে।’

আবু হানিফ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর