জাবি প্রতিনিধি: সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গতকাল ‘বাংলা ব্লকেডের’ সময় দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীরা কখনো কোটা বাতিল চায়নি অথচ ২০১৮ সালে যখন শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করে তখন প্রধানমন্ত্রী সকল কোটা বাতিল করে।সেসময় কোটা বাতিল না করে সংস্কার করলে আজকে আমাদের রাজপথে নামতে হতো না। আজ আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ সেখানে হামলা করেছে। আমরা হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। আমাদের দাবি একটাই শুধু অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করা হোক ।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ’শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকারি চাকরিতে সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন করছে। কিন্তু আমরা গতকাল দেখেছি আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই-বন্ধুদের ওপর হামলা করা হয়ছে। আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ সেখানে হামলা করেছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানায়।’
মোঃ মেহেদী হাসান/এস আই আর