মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ মিছিল

বেরোবি প্রতিনিধি: বাংলা ব্লকেড কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩ টায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক এ একত্রিত হন শিক্ষার্থীরা।

পরে সন্ধ্যা ৬ টায় স্বাধীনতা স্মারক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যায়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় এর ১ নং গেইটে এসে সমাপ্ত হয়।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন আমার ভাইয়ের রক্ত কেন? জবাব চাই জবাব চাই, প্রশাসনের কালো হাত,ভেঙে দাও গুড়িয়ে দাও,পুলিশ এর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই ‘চাকরিতে কোটা, মানি না, মানবো না’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গতকাল অতর্কিত হামলার ঘটনায় আমাদের অনেক ভাই আহত হয়েছে। আমরা এই হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। যৌক্তিক আন্দোলনের দাবিতে আমরা রাজপথে নেমেছি।আমরা যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেখানে হামলা করেছে। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।

তারা আরও বলেন,আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়,আমাদের এই আন্দোলন কোটা সংস্কার এর আন্দোলন, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই এত পরিষ্কার ভাবে আমরা আমাদের অবস্থান বলার পরেও কেন আমাদের উপর হামলা করা হয়েছে?
আমরা এর বিচার চাই।

যেই পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমাদের আন্দোলন সেই পর্যন্ত চলতে থাকবে, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আগামীর প্রোগ্রাম আরো বেশি বেগবান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কর্মসূচি করে যাব।

মেহেদী হাসান রাকিব/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর