বেরোবি প্রতিনিধি: রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশন এর ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে।তার পিতার নাম মকবুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুরে বেরোবির কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের খামার মোড় এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছে।
সনদে মৃত্যুর কারণ হিসেবে মৃত অবস্থায় আনা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
আবু সাইদ এর নিথর দেহ নিয়ে ক্যাম্পাস অভিমুখে যাত্রাকালে পুলিশি বাধা। পুলিশ লাশ ভ্যানে উঠিয়ে নিয়ে গেছে ।
এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছেন বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছেন তা বলতে পারছি না।
মেহেদী হাসান রাকিব/এস আই আর