বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
spot_img

রাবির ২ শিক্ষার্থী আটক, ডিবি পরিচয়ে অন্য এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্ররা। এরই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে অবস্থান নিতে চাইলে ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক হওয়া ২ জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার মহিষবাথান কলোনি থেকে ডিবি পরিচয়ে রাবির ১ শিক্ষার্থীকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র মতে, বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। এ বিষয়ে জানতে মতিহার থানায় একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, এসব শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।

আটক দুই শিক্ষার্থীদের মধ্যে দুই জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। একজনের নাম সৈয়দ বাসিতুল ইসলাম এবং অন্যজন মাজেদ হোসেন। অন্যদিকে মহিষবাথান কলোনি থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া শিক্ষার্থীর নাম রিফাত সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফুয়াদ রাতুল বলেন, পুলিশ ও ডিবি কতৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক নিরপরাধ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, অহিংস আন্দোলন থেকে এভাবে শিক্ষার্থী আটক ও হেনস্তার বিরুদ্ধে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, আজ রাজশাহীর কোর্ট এলাকা থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর