যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে আগামী শনিবার (১০ আগস্ট) সকল পরিবহন পুলের গাড়িসমূহ চালু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত সোমবার (০৫ আগস্ট) উপাচার্য মহোদয়ের মৌখিক নির্দেশক্রমে পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়িসমূহ আগামী ১০/০৮/২০২৪খ্রি, থেকে সকাল ৮,২৫টায় শহর থেকে ক্যাম্পাস এবং দুপুর ২.০০টায় ও বিকাল ৫.০৫টায় ক্যাম্পাস থেকে শহর চলাচল করবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আর বলা হয়, মার্কেট ও লাইব্রেরী ট্রিপসহ যশোর শহরের বাইরের সকল ট্রিপ বন্ধ থাকবে।
সেফা খানম/এস আই আর