মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবকে নিষিদ্ধ ঘোষণার দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে উভয় সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সাংবাদিক ফোরাম দাবি করে, হলুদ সাংবাদিকদের সংগঠন সমিতি ও প্রেসক্লাব দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছে।

১৮ আগস্ট, রবিবার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক রোকন বাপ্পী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ফোরাম সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের দাবি, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নির্দেশে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যার প্রমাণ ফোরামের কাছে রয়েছে। এসব অনৈতিক কাজের জন্য ফোরামের সদস্যরা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন এবং প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে।

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রেসক্লাবের সভাপতি নবাব মোঃ শওকত জাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান, সাবেক সভাপতি নিহার সরকার অংকুরের সাথে যোগসাজশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে অর্থ আদায় করতও। এমনকি তারা ফেসবুক পোস্ট মুছে দেওয়ার মাধ্যমে যৌন হয়রানির অভিযোগ গোপন করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে যমুনা টিভিতে সম্প্রচারিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে সাংবাদিক ফোরামের কোনো প্রতিবাদ না থাকলেও সাংবাদিক সমিতি ও প্রেসক্লাব এই মিথ্যা তথ্য প্রচার করছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দাবি করেছেন, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর