ববি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী মোঃ ইখওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোশাহিদ আনছারী।
আগামি একবছরের জন্য (২০২৪-২৫) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি মহসিনুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সজিব এবং প্রধান উপদেষ্টা ড.বিজন কৃষ্ণ সাহা(সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ) ও আলমগীর হোসেন ( সহকারী অধ্যাপক, আইন বিভাগ) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উক্ত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ কবির অয়ন, জাহিদুল ইসলাম ও এম.এস. নাঈম।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইখওয়ানুল ইসলাম বলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জিএসটি ভুক্ত হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে, আমাদের সংগঠনের পরিধি ও বাড়ছে।সংগঠনকে একটিভ রাখতে ও সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরিতে কাজ করব ইনশাআল্লাহ।
উক্ত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সহ-সভাপতি মাহমুদ কবির অয়ন বলেন, আশা করছি আমাদের সবার নিরলস চেষ্টা,পরিশ্রম, মেধা ও মননের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের এই ছাত্র কল্যাণ পরিষদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ব্রাহ্মণবাড়িয়ানদের যেকোনো সহযোগিতা এবং প্রয়োজনে পাশে থাকবে এই জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোশাহিদ আনছারী বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যান পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ফাহিম মুন্তাসির, মোঃ সিফাত, সাকিব আহমেদ খান, মোস্তফা মিয়া ও সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কায়সার নিবির মিমনু ও মোঃ লিনুর ভূইয়া। অর্থ সম্পাদক মোঃ জাকির মিয়া, সহ-অর্থ সম্পাদক মোঃ মোস্তাকিম, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আলিফ মিয়া, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রানা হাসান, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ উদ্দিন খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মুন্না, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার, প্রচার সম্পাতক মারজান সুলতানা, সহ-প্রচার সম্পাদক নাহিম আহমেদ ইমন, নারী বিষয়ক সম্পাদক রিজিয়া খন্দকার পুষ্প, উপ-নারী বিষয়ক সম্পাদক কবিতা আক্তার ও খাদিজা জাহান মুনা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুনায়েদ বোগদাদ, সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান। কার্যকরী সদস্য নাহিদ হোসাইন, রায়হান মোঃ খান ও মিনহাজুল ইসলাম।
সাইফুল/এস আই আর