যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন যবিপ্রবির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী-কে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, এর আগে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন। তার দায়িত্বের দায়িত্বের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ তারিখে শেষ হয়।
সেফা খানম/এস আই আর