বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

দুই বছরের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন ড. মাহবুবুর

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর প্রথম সংবিধির ১৫(১) ধারা অনুসারে এবং পরবর্তী সিন্ডিকেট অনুমোদনের ভিত্তিতে ড. মো. মাহবুবুর রহমানকে আগামী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও এ দিন আরও তিনজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়। তার মধ্যে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবুন নাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলীম মিয়াকে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হন।

বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে আগামী ০২ (দুই) বছরের জন্য শর্ত মোতাবেক ‘সহকারী প্রক্টর’ হিসেবে তাদের নিয়োগ প্রদান করা হয়। প্রচলিত বিধি মোতাবেক তারা এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, প্রক্টর ও সহকারী প্রক্টরদের দায়িত্বপ্রাপ্তির শর্তাবলী ছিলো সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান, যেকোন সময় কর্তব্যকর্মে নিয়োজিত থাকা এবং সহকারী প্রক্টরগণের অবস্থান ও বিবরণ প্রক্টরকে অবহিত করা ইত্যাদি।

নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের সকলের উদ্দেশ্য একটি নিরাপদ ও সুষ্ঠ শিক্ষার পরিবেশ সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা। শিক্ষার্থীরা যেন পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রমে মনোনিবেশ করতে পারে, তা শতভাগ নিশ্চিত করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সকলে মিলে একটি উন্নত ও সৃজনশীল ক্যাম্পাস গড়ে তুলতে সক্ষম হব, এটা আমার দৃঢ় বিশ্বাস।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর