হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে ৩য় বারের মতো হাবিপ্রবি ক্যাম্পাসে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।১৭ থেকে ১৯ অক্টোবরের এই সম্মেলনে দেশ-বিদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ টি ছায়া জাতিসংঘ সংস্থার ২৫০ জন শিক্ষার্থী প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা সোমবার (০৯ অক্টোবর) দুপুর ২ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের বিষয়ে ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সভাপতি সাদমান সাকিব রাশিক মনি বলেন, হাবিপ্রবিতে বিগত দুইবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনে প্রতিযোগীর চেয়ে এবারের প্রতিযোগী বেশি। এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক বিষয় সম্পর্কে চিন্তাভাবনা, আন্তর্জাতিক বিষয় এবং ভূরাজনৈতিক চিন্তাভাবনা বিষয়গুলো অর্জন করতে পারবে।
উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন । বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের সাথে এই সম্মেলনের আয়োজন হয়ে থাকে। ১৯২০ সালে তৎকালীন “লিগ অব নেশনস” এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।
কামরুল হাসান/এমএ