রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
spot_img

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার যবিপ্রবির বাস

যবিপ্রবি প্রতিনিধি: হেলপারের অসতর্কতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর শিক্ষার্থী পরিবহনের বাস ‘শাপলা’।

শনিবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক পৌনে ৩ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাসটি দুপুরে মার্কেট ট্রিপের উপযোগী করে যথাস্থানে রাখার জন্য হেলপারকে নির্দেশ দেন চালক। এ সময় হেলপার বাসটি উপযোগী করে যথাস্থানে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সজোরে আঘাত করে। এতে প্রধান ফটকের একাংশ ভেঙ্গে যায় এবং বাসের সামনের কাচ ভাঙা সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোঃ শিমুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময়ে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তাৎক্ষণিক খবর পেয়ে আমি দ্রুতই সেখানে উপস্থিত হই। আমি জানতে পারি বাসটি দুপুরে মার্কেট ট্রিপের উপযোগী করে যথোপযুক্ত স্থানে রাখার জন্য বাসের ড্রাইভার মিজান তার হেল্পার মানিককে চালাতে বলেন। পরে হেল্পার মানিক বাসটি চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সজোরে আঘাত করে। আমরা এ ঘটনায় ড্রাইভার ও হেল্পারকে শোকজপত্র পাঠাবো। এছাড়াও বাসের কোন ত্রুটি ছিল কিনা বা এ বিষয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য মাননীয় উপাচার্যের অনুমতিক্রমে দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে আশা করছি। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হবে আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করব।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাড়ির ড্রাইভার মিজান তার হেল্পার মানিককে মার্কেট ট্রিপের জন্য গাড়িটি বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে রাখতে বলেন। কিন্তু গাড়িটি হাওয়া ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে গাড়িটি চালু করার পূর্বে হাওয়া দিয়ে রাখতে হয় যা ড্রাইভার মিজান উল্লেখ করলেও হেল্পার তা বুঝতে পারেনি। ফলশ্রুতিতে হেল্পার গাড়ি চালানো শুরু করলে ব্রেকিং সিস্টেম কাজ করেনি যার কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়।

সেফা খানম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর